Category:ভারত ভ্রমণ
আজই শেষদিন! শেষ হচ্ছে বই ও পণ্যে ৭০% পর্যন্ত ছাড়! বছরের সেরা ডিল, রকমারি ক্লিয়ারেন্স সেল, ২০২৫
"টিপু সুলতানের দেশে" বইটির 'আমার কথা' অংশ থেকে নেয়াঃ
দেশে-বিদেশে ভ্রমণ করতে আমার বড় ভাল লাগে। কোনাে নতুন জায়গায় গেলে সে দেশের ইতিহাস হতে বর্তমান সমাজ ব্যবস্থা, মানুষের চরিত্র ইত্যাদি সম্বন্ধে যে অভিজ্ঞতা অর্জন হয়, তা অনেক বছর বই পড়েও হয় না। তাছাড়া, নতুন দেশ দেখবার বা বিভিন্ন অঞ্চল দেখবার আনন্দই অন্যরকম। তবে আমার ভ্রমণে ঐতিহাসিক নিদর্শনগুলাে দেখবার সূচিই প্রাধান্য পায়। আমার এ প্রয়াসও তার বাইরে নয়। আমি মনে করি, একটি দেশের ইতিহাস বর্তমানের জন্য বেশ গুরুত্বপূর্ণ, তবে সে ইতিহাসের ধারাবাহিকতার ছোঁয়া থাকতে হবে বর্তমানের সাথে অতীত বিবর্জিত যেমন সমাজ ও জাতি হতে পারে না, তেমনি ইতিহাস ব্যতীত কোনাে জাতি হতে পারে না।
আমার এ প্রয়াস একদার হিন্দুস্থান ও বর্তমান ভারতের দক্ষিণাংশের কয়েকটি গুরুত্বপূর্ণ শহর, ঐতিহাসিক দর্শনীয় স্থাপনা এবং বর্তমানের প্রেক্ষাপটকে ঘিরে। আমার এ ক্ষুদ্র প্রয়াসের নাম ‘টিপু সুলতানের দেশে। আমার তঙ্কালীন দাক্ষিণাত্য বিশেষ করে মাইসুর ভ্রমণ ছিল দাক্ষিণাত্যের আট শত বছরের মুসলিম শাসনামল, তার পূর্বে চালুক্যদের শাসনকালের কিছু স্মৃতি দর্শনের। বিশেষ করে উপমহাদেশ তথা ব্রিটিশ ইতিহাসে বিভিন্নভাবে চর্চিত টিপু সুলতানের দুর্গ শহর ও রাজধানী শ্রীরাঙ্গাপটনম বা শ্রীরাঙ্গপাটনা দেখতে গিয়েছি। দেখেছিলাম ওই জায়গা যেখানে মাইসুরের ব্যাঘ্র-টিপু সুলতান স্বাধীনতার জন্য মরণপণ যুদ্ধে নিহত হয়েছিলেন। দেখেছি টিপু সুলতান ও তাঁর পিতা হায়দার আলীর সমাধি, যে সমাধি এখন আধ্যাত্মিক কেন্দ্রে রূপধারণ করেছে। আমার দেখা মতে, উপমহাদেশের মধ্যযুগ হতে হালের ইতিহাসে কোনাে শাসকই মৃত্যুর পর আধ্যাত্মিকভাবে সমাদৃত হননি যেমনটা টিপু সুলতানের সমাধিতে দেখেছি। সে এক অবর্ণনীয় অভিজ্ঞতা।
Report incorrect information