বাংলা ভাষাভাষী বাঙালী জাতির জনক, স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠাতা, বাঙালী জাতির মহা-বিদ্রোহের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালী জাতির হাজার বছরের সর্বশ্রেষ্ঠ সন্তান। বাঙালী জাতির আত্মনির্ভরশীলতা ও জাতীয় ঐক্য গঠনের যে বিরামহীন সংগ্রাম প্রাগৈতিহাসিক যুগ থেকে শুরু হয়েছিল, সেই সংগ্রাম জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর জয় লাভ করে। তার সাথে সাথে বাঙালী জাতি বিশ্বের বুকে স্বাধীন জাতি হিসেবে স্বীকৃতি পায়। মানব ইতিহাসে বাঙালী জাতির অভ্যুদয় এক যুগান্তকারী ঘটনা। এ যুগান্তকারী ইতিহাসের স্রষ্টা মহান জাতির নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।