তালগাছের জীবন
এক গাল হাসি দিয়ে গল্প বলতে লাগলো ফুনফুনি। চারপাশ ফাঁকা। সামনে খেলার মাঠ। দূর থেকে দেখা যায় তালগাছ। পাশ দিয়ে মেঠো পথ বয়ে গেছে। তালগাছ দেখে তাড়াতাড়ি চেনা যায় নিপুদের বাড়ি। তালগাছ এক পায়ে দাঁড়িয়ে আছে। পাশে ছোট্ট টিলা। টিলার ওপর দুটি ঘর। ঘরের চাল রোদে ঝলমল করে। এই ছোট্ট বাড়িতে বাস করে নিপু, নিতু ও তার বাবা-মা। নিপু বড়, নিতু ছোট। এই বাড়িতে আরো আছে গরু, ছাগল ও হাঁস, মুরগি।
সেদিন নিপু বলল- তোমরা ভাবতে পারো। কথা বলার সুযোগ পেয়ে বাড়ির বর্ণনা দিচ্ছি ইচ্ছেমতো। সত্যি বলতে কি! তোমরা ভাবতেই পারবে না, আমাদের গ্রাম ও বাড়ি কত সুন্দর। তুমি শহরের মানুষ, শহর ভালো করে চেনো। আমি শহর অতো চিনি না। আমি গ্রামের মানুষ, গ্রামকে ভালো করে চিনি।