ঝংকৃত কথামালা
সৈয়দা রাশিদা বারী
বিষয় : গানের সংকলন
‘ঝংকৃত কথামালা’ একটি গানের সংকলন। এখানে সৈয়দা রাশিদা বারীর লেখা প্রায় সাড়ে তিন হাজার গান থেকে বাছাই করে এখানে ৩৮০টি গান স্থান পেয়েছে। এ সংকলনের অনেক গানই বিভিন্ন মিডিয়ায় একাধিকবার বেজেছে অর্থাৎ প্রচার হয়েছে। সৈয়দা রাশিদা বারি একদম ছোটবেলা থেকেই গান গাইতেন। গান গাওয়া থেকেই গান লেখার উৎপত্তি বা উৎসাহ জন্মে অর্থাৎ লেখার প্রবণতা পায়। গান এমনই এক জিনিস এর যেকোনো লাইন দিয়ে শুরু এবং শেষ করা সম্ভব।