25 verified Rokomari customers added this product in their favourite lists
TK. 150TK. 132
You Save TK. 18 (12%)
Related Products
Product Specification & Summary
চিরায়ত বা ধ্রুপদী কাব্যতত্ত্ব বা সাহিত্যতত্ত্বের ধারা সুদীর্ঘ কালের। আনুমানিক খ্রিস্টপূর্ব চারশত বছরের বেশি সময় ধরে এই ধারা প্রবহমান। গ্রিক পণ্ডিত এরিস্টটল রচিত 'পোয়েটিকস'-কে ধরা হয় বিধিবদ্ধ সাহিত্যতত্ত্বালোচনার সূচনা। এরিস্টটলই প্রথম সাহিত্য বা কাব্যতত্ত্বের বিষয়-আশয় পুঙ্খানুপুঙ্খ বিচার করে লিখিতরূপে উপস্থাপন করেছেন। এরপর এই সাহিত্যতত্ত্বালোচনা গ্রিসের সীমানা অতিক্রম করে ইতালির সীমানায় পৌঁছেছে। ইতালির হোরেস ও লঙ্গিনাসের হাতে এই তত্ত্বালোচনার নতুন দিগন্তের সূচনা হয়েছে।
সাহিত্যতত্ত্বালোচনার সূচনা ফলক এরিস্টটলের 'পোয়েটিকস'। এরিস্টটল তাঁর 'পোয়েটিকস' গ্রন্থে কেবল গ্রিক সাহিত্য বা গ্রিক সাহিত্যের প্রকরণাদি নিয়েই আলোচনা করেননি আলোচনা করেছেন বিশ্বসাহিত্যের চিরন্তন ও মৌলিক বিষয় নিয়ে। উত্তর খুঁজছেন এইসব বিষয় নিয়ে উত্থাপিত নানা প্রশ্নের। ফলে পোয়েটিকস কেবল গ্রিক সাহিত্য এবং গ্রিক ভাষাভাষিদের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, হয়ে উঠেছে সার্বজনীন এবং সর্বকালের স্বীকৃত বিষয়। আর এরিস্টটলের পোয়েটিকস হয়ে আছে নিয়মতান্ত্রিক সাহিত্যালোচনার প্রথম প্রদীপ।