23 verified Rokomari customers added this product in their favourite lists
TK. 200TK. 179 You Save TK. 21 (11%)
Related Products
Product Specification & Summary
“সেরা কিশোর গল্প" বইটির ফ্ল্যাপ এর লেখাঃ
উপন্যাসের জন্য তাকে সবাই এক নামে চেনেন। কিন্তু এই প্রতিভাবান লেখকের যে ছােটগল্পেও ছিল অসামান্য হাত, তার খবরটা সেই পরিচয়ে অনেকটাই চাপা । অতসীমামী’, ‘ছােটবকুলপুরের যাত্রী ‘প্রাগৈতিহাসিক’, সংকলনের গল্পগুলাে যে কত বেশি গুরুত্বপূর্ণ তা না-পড়লে জানা অসম্ভব। বিয়াল্লিশটি উপন্যাসের সঙ্গে এই। কথাশিল্পী লিখেছেন দুই শতাধিক ছােটগল্প । সুতরাং গল্পের পাল্লাটা অপেক্ষাকৃত কম ভারী নয়। তার পুতুলনাচের ইতিকথা, দিবারাত্রির কাব্য, পদ্মানদীর মাঝি বেশ সমাদৃত। মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম প্রবােধকুমার বন্দ্যোপাধ্যায়। প্রথম বিশ্বযুদ্ধের পর পৃথিবী জুড়ে মানবিক। মূল্যবােধের চরম সংকটময় মুহূর্তে বাংলা কথা-সাহিত্যে যে কয়েকজন লেখকের হাতে। সাহিত্যজগতে নতুন এক বৈপ্লবিক ধারা। সূচিত হয়, তাদের অন্যতম মানিক। বন্দ্যোপাধ্যায়। তাঁর রচনার মূল বিষয় মধ্যবিত্ত সমাজের কৃত্রিমতা, মানুষের শ্রমসংগ্রাম, নিয়তিবাদ ইত্যাদি। ফ্রয়েডীয় মনঃসমীক্ষণ ও মার্কসীয় শ্রেণীসংগ্রাম তত্ত্ব। দ্বারা প্রভাবিত হয়েছিলেন। তাঁর রচনায় সেই ছাপ রয়েছে। পৃথিবীর অনেক ভাষায় এই মহান লেখকের। লেখা অনূদিত হয়েছে। তার লেখালেখির গল্পও খুব মজার। একদিন কলেজ ক্যান্টিনে আড্ডা দিতে গিয়ে এক বন্ধুর সঙ্গে বাজি ধরলেন। তা হলাে, নিজের লেখা গল্প বিচিত্রায়। ছাপাবেন। বলে রাখা ভালাে, সে সময় কলকাতায় বিচিত্রা পত্রিকা ছিল অত্যন্ত। বিখ্যাত এবং কেবল নামকরা লেখকেরাই সেখানে লিখতেন। বন্ধুর সাথে বাজি ধরে। মানিক লিখে ফেললেন তার প্রথম গল্প অতসীমামী এবং সেটি বিচিত্রার সম্পাদক বরাবর পাঠিয়ে দিলেন । গল্পের শেষে নাম সাক্ষর করেন মানিক বন্দ্যোপাধ্যায়। হিসাবে। পাঠানাের চার মাস পর ছাপা হয় লেখাটি এবং ব্যাপক পাঠকপ্রিয়তা অর্জন করে। আর এভাবেই মানিক বন্দ্যোপাধ্যায়। নামটি পরিচিত হয়ে ওঠে বাংলা সাহিত্যাঙ্গনে । এরপর আর লেখা থামাননি। কিন্তু এতে তার একাডেমিক পড়াশােনার বেশ তি হয়। এক পর্যায়ে শিক্ষাজীবনের ইতি ঘটে । আর সাহিত্য রচনাকেই বেছে নেন মূল পেশা হিসেবে। হয়তাে তিনি বুঝতে পেরেছিলেন এটাই তার জায়গা। আর এভাবে তিনি এই বিরাট সাহিত্যঙ্গনে রাজত্ব করে বেড়াবেন । করেছেনও তাই । তার লেখাগুলাে এখনাে বিশেষ মর্যাদাপূর্ণ। সেই লেখকের কিশাের গল্পগুলাে থেকে নির্বাচিত কিছু গল্প একসাথে। করা হলাে এই বইয়ে। গল্পগুলাে যেমন মানবিকতার শিক্ষা দেয়, তেমনি ভাবনার জাগয়াটিও তৈরি করে। চলুন দেখি মানিকের কিশােরপাঠ কতটা রঙিন!