রঙ করার কিছুদিন পর ঘরের দেয়ালের চকচকে ভাবটা চলে যায় কেন?
ঘরের দেয়ালে যখন রঙ করা হয় তখন সেই রঙের আস্তরণের কারণে দেয়ালের গা হয় মসৃণ, অর্থাৎ রঙের প্রলেপ দেয়ালের ওপরের অমসৃণ চেহারাটাকে ঢেকে দেয়। মসৃণ দেয়ালে আলোর 'নিয়মিত প্রতিফলন হয়, যার অর্থ-আলো দেয়ালের গায়ে ধাক্কা খেয়ে সোজাসুজি আমাদের চোখে এসে পড়ে। কিছুদিন পর, দেয়াল যখন নোংরা হয় অথবা দেয়ালে যখন ধুলোবালি জমে, তখন দেয়ালের গা আর আগের মতন মসৃণ থাকে না। তা ছাড়াও, বাতাসে নানা সক্রিয় গ্যাসের উপস্থিতির কারণে দেয়াল রঙ করার কিছুদিন পরেই রঙের প্রলেপের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে প্রলেপের কার্যকারিতা নষ্ট করে দেয়। তখন চকচকে ভাবটা মান হয়ে যায়।