6 verified Rokomari customers added this product in their favourite lists
TK. 200TK. 176 You Save TK. 24 (12%)
Related Products
Product Specification & Summary
গবেষণাগ্রন্থ: শাহবাগের জনতা
বাঙালি জাতির স্বাধিকার চেতনাবোধের অনবদ্য ইতিহাস সোপানাকারে নির্মিত। ’৭১ মানে কেবল ’৭১ নয়। ’৪৭, ’৫২, ’৬৫, ’৬৯, ’৭০ আমাদের অমোঘভাবে টেনে নিয়ে গেছে ১৯৭১ পর্যন্ত। ৩০ লাখ শহীদ আর ৪ লাখ নির্যাতিতা নারী আমাদের বিজয় সিঁড়ির উচ্চতা শিখরে নিয়েছিল। ১৯৭৫-এর ১৫ আগস্টে ইতিহাসের এই সিঁড়ি রক্তাক্ত হয়েছিল পুনরায়। তারপর জাতির ভাগ্যাকাশে বারবার গুমোট মেঘ। কিন্তু স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়?
জাহানারা ইমাম একটি স্ফুলিঙ্গের বীজ বপন করে দিয়েছিলেন। সেই স্ফুলিঙ্গ ক্রমে ক্রমে উত্তাপ বাড়াল জনতার মাঝে। এক-একজন নাগরিক নয়, এক-একটা বারুদ কণা একযোগে বিস্ফোরিত হলো শাহবাগে। শাহবাগ ময়দান প্রকম্পিত হলো। সে কম্পন ভূকম্পনের চেয়ে শক্তিশালী ছিল জনতার পদচারণায়, স্লোগানে, যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে। অগ্নিশিখা হাতে সামনে ছিল তরুণ। এক নতুন প্রজন্ম।
শাহবাগের প্রজন্ম চত্বরকে ঘিরে পৃষ্ঠার পর পৃষ্ঠা ব্যাপী অসংখ্য নিবন্ধের ভিড়ে শেরিফ আল সায়ার-এর আরো একটি নিবন্ধ ‘শাহবাগের জনতা’ লেখকেরই একটি অভিসন্দর্ভের ছায়া অবলম্বনে রচিত। লেখক আন্তর্জাতিক গবেষণার সূত্রছকে শাহবাগ অভ্যুত্থানকে ব্যবচ্ছেদ করেছেন। কিছু সাক্ষাৎকার সংযুক্তি এই নিবন্ধের অন্যতম উপাত্ত। শাহবাগে প্রজন্মের অবস্থান বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, বরং বাংলাদেশের স্বাধিকার আন্দোলনের ঘটনাবহুল ধারাবাহিকতার গুরুত্বপূর্ণ অধ্যায়। লেখক ইতিহাসের ধারাবাহিকতার ছন্দকে তার নিবন্ধে ব্যাহত হতে দেননি। লেখক ব্যক্তি আবেগ বিবর্জিত থেকে প্রত্যক্ষ সাক্ষীদের মতের, উপাত্তের ভিত্তিতে শাহবাগ আন্দোলনের কাঠামোকে দেখতে চেয়েছেন। নিবন্ধে যুক্ত দার্শনিক হ্যাবারমাসের তিনটি মূলস্তম্ভ শর্তে শাহবাগ আন্দোলনের খোলনলচে বিশ্লেষণ থেকে শাহবাগকে ভিন্ন গভীরতায় উপলব্ধি করবেন পাঠক।
শাহবাগের জেগে ওঠা, শাহবাগের রাজনীতি, শাহবাগের সীমাবদ্ধতা, শাহবাগের প্রত্যাশা, শাহবাগের ধর্ম, শাহবাগের আশঙ্কা, শাহবাগের সঙ্কট, শাহবাগের জটিলতা, শাহবাগের অনলাইন-অফলাইন মিডিয়াÑ এমন কিছু আলোচ্য বিষয়ে নির্মোহ থেকেও তির্যক দৃষ্টিভঙ্গি ও সরল উপস্থাপনাগত কারণে অসংখ্য প্রকাশনা থেকে এই প্রকাশনাটি পাঠকের কাছে শাহবাগ আন্দোলনের চরিত্র বিশ্লেষণে অন্যতম প্রাসঙ্গিক আলাপ হয়ে উঠবে।
- আইরিন সুলতানা, ব্লগার ও লেখক