সবজির দাম হু হু করে বাড়ছে, ইলিশমাছ দেড় হাজার টাকা কিলো। খাওয়ার ইচ্ছেই হয় না দাম শুনে। শুধু ডাল ভাত তরকারি খেয়ে একটা মানুষ কত দিন বাঁচবে? কোথাও যেতে হলে সিএনজিতে উঠতেই হয়। তার ভাড়াও বেড়ে গিয়েছে। বাসে পা রাখার জায়গা পাওয়া যায় না। যে অফিসে বাসুদেব কাজ করেন সেটা মিরপুরে। বাসা থেকে বাসে আধঘণ্টার রাস্তা। কিন্তু সকাল সাড়ে সাতটা থেকেই তো জ্যাম শুরু হয়ে যায়। কোনও- কোনও দিন দু'ঘণ্টা লেগে যায় বাসে।br
বাসুদেবের দুটি সন্তান। বড়টি বি. এ পাশ করে বসে আছে। মাস্টার্স করতে পারেনি। ওকে সেটা করতে দিলে মেয়ে সুলতাকে ক্লাস এইটেই পড়া ছাড়াতে হত। মাঝে-মাঝে মাথা গরম হয়ে যায় ছেলেকে দেখে। একুশ বছরের ছেলে বেকার হয়ে বাপের ঘাড়ে বসে খাচ্ছে। কয়েকবার বলেও ফেলেছেন সেই কথা। বাসুদেবের বউ বোঝাতে চেষ্টা করেছেন, 'ও তো কাজের জন্যে চেষ্টা করছে। অতবড় ছেলেকে এভাবে বললে দুঃখ পাবে না? হঠাৎ যদি কিছু করে বসে।'