মোজাম্মেল বিশ্বাস
স্থানীয় ইতিহাস-ঐতিহ্যের শেকড় সন্ধ্যানী গবেষক মোজাম্মেল বিশ্বাসের জন্ম ১৫ ডিসেম্বর ১৯৬৬। পিতা তোফাজ্জল হোসেন, মাতা জবেদা খাতুন। তিনি চেরাডাঙ্গী বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে ১৯৮২ সালে মাধ্যমিক, দিনাজপুর সরকারি কলেজ থেকে ১৯৮৪ সালে উচ্চ মাধ্যমিক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে ১৯৮৭ সালে স্নাতক ও ১৯৮৮ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৯৬ সালে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তা হিসেবে চিলাহাটি সরকারি কলেজ, নীলফামারী ও ১৯৯৭ সাল থেকে দিনাজপুর সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগে দীর্ঘদিন শিক্ষকতা ও উপাধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন। তিনি ২০১৬ সাল থেকে ২০২৪ পর্যন্ত দিনাজপুর সরকারি সিটি কলেজের অধ্যক্ষের দায়িত্ব পালন করে পরবর্তীতে আবার তিনি ২০২৪ সালের নভেম্বরে দিনাজপুর সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে যোগদান করেন। কিন্তু ২০২৫ এর এপ্রিলে তিনি মন্ত্রণালয় কর্তৃক অধ্যক্ষ পদে বদলী হয়ে বর্তমানে কর্মরত বোনার পাড়া সরকারি কলেজ, গাইবান্ধা।
ছাত্রজীবন থেকেই তিনি সৃজনশীল সাহিত্যচর্চার সাথে সম্পৃক্ত। প্রকাশিত গ্রন্থ- আঁধার পোড়ানো কোরাস, শেকড়গুচ্ছের সবুজ ভ্রমণ, হৃদয়ঘাটে প্রেম যমুনার পদ্ম, অন্তরলোকে অন্য মানুষ, শীতরোদে কাকদৃশ্য, ঘরহীন ঘোরে এ কোন মায়ার সংসার, দিনাজপুরে ভাষা-আন্দোলন, দুন্দুভি, সম্পা. সঙ্কলন, ২০০০, অগ্নিসেতু, সম্পা. সঙ্কলন, ২০১২, অগ্নিসেতু, সম্পা. সঙ্কলন, ২০১৪, দিনাজপুর জেলা গেজেটিয়ার, সম্পা. গবেষণা, ২০১৪। গবেষণা গ্রন্থ : গণহত্যা-বধ্যভূমি ও গণকবর জেলা জরিপ : দিনাজপুর, দিনাজপুরের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ, জিন্দাপীর গণহত্যা। সংসারসঙ্গী সালেহা খাতুন লতা এবং সন্তান মনীষা হক, মহিমা হক ও সৌমিক হক নিয়ে তাঁর ঘর-সংসার।