Category:রোমান্টিক কবিতা
* স্টক আউট হওয়ার আগেই অর্ডার করুন
”অতঃপর দ্বিতীয় পুরুষ” বইয়ের প্রথম ফ্ল্যাপের লেখা:
খুব ইচ্ছে করে আমারও
শিমুল কুড়ানাে সকাল কিংবা ।
নরম রােদেলা শীতের বিকেল।
অথবা হেমন্তের কোমল বিকেলে।
এলােকেশী মেঘ হতে ধোয়াটে কুয়াশার
বলয় ছিড়ে গােল্লাছুট কানামাছি দিনের বৈভব নিয়ে
বলতে, শােন, লাল শাপলাতে পুকুর ভরে গেছে,
চালতা গাছেও
ফুল এসেছে, খুব ইচ্ছে করে বলতে প্লীজ রাগ করাে
না, তােমার আছে।
ঘটি বাটী, আকাশের নিচে আকাশ, ঝুমুর তালের
বােল, এই নাগরিক সভ্যতা ।
এই অগণন তারার মেলায় রহস্যময় ঠোটের রহস্য
হাসি রহস্যময় পৃথিবী,
এত বাঁধনের বাধন ছিড়ে কোন নগরী পত্তন করি, ।
কোন নিশানায়
নিজের নাম লিখি উত্তরের হিমায়িত বাতাসে...।
ও কিশাের,
আমারও খুব ইচ্ছে করে মৌচাকের ব্যস্ত রাস্তা।
তােমার হাত ধরে পার হতে,
শপিংমলের হারানাে মােড়ে একা একা মন খারাপ
করে দাঁড়িয়ে থাকতে,
বাদামের খােসা ছেড়ে চুপচাপ মুখে তুলে দিতে,
খুব ঘন হয়ে বলতে।
জ্বল জ্বলে মুখে কী দেখাে...
আকাশ কেঁদে কেঁদে বলল,
সব রঙ মিলে যে রঙ হয় তার নাম সাদা...
Report incorrect information