14 verified Rokomari customers added this product in their favourite lists
TK. 360
বইটি বিদেশি সাপ্লাইয়ারের নিকট থেকে সংগ্রহ করতে ৩০-৪০ দিন সময় লাগবে।
Related Products
Product Specification & Summary
বুদ্ধং শরণং গচ্ছামি (কিছু অংশ)
যুগের পর যুগ অতিবাহিত হয়ে গেল। অবশেষে তাঁর তপস্যার একাগ্রতা ও গভীরতা দেখে দেবতারা মুগ্ধ হলেন। তাঁরা দল বেঁধে ছুটে এলেন নারায়ণের কাছে সব শুনে খুশি হলেন নারায়ণ। তিনি দেবতাদের নিয়ে গয়াসুরের তপোভূমিতে উপস্থিত হলেন। তাঁদের উপস্থিতি কিন্তু গয়াসুরের তপস্যায় কোনো বিঘ্ন ঘটাতে পারল না। বাধ্য হয়ে নারায়ণকে তাঁর তপস্যাভঙ্গ করতে হল।
চোখ মেলে ভগবানকে দর্শন করে গয়াসুর বড়ই বাধিত হলেন। তিনি উঠে দাঁড়িয়ে নারায়ণ ও দেবতাদের প্রণাম করে করজোড়ে নতমস্তকে দাঁড়িয়ে রইলেন। স্নিগ্ধস্বরে নারায়ণ বললেন—অসুররাজ! তোমার তপস্যায় আমি প্রসন্ন হয়েছি। বলো, কি তোমার প্রার্থনা ?
—ভগবান! আপনি আমাকে এমন বর দান করুন যাতে আমাকে স্পর্শ করলেই মানুষ যেন সোজাসুজি স্বর্গলোকে গমন করতে পারেন।
ভক্ত গয়াসুরের লোকহিতকর বাসনা শুনে নারায়ণ আবার মুগ্ধ হলেন, তিনি
সানন্দে বললেন—তথাস্ত !
তারপর থেকে পাপীরাও গয়াসুরকে স্পর্শ করে স্বর্গে যেতে শুরু করে দিল । নরক ক্রমেই জনবিরল হতে থাকল। চিত্রগুপ্ত বেকার হয়ে গেলেন। যমরাজ প্রমাদ গণলেন। সৃষ্টি যে রসাতলে যায় !
বাধ্য হয়ে ইন্দ্র ও ব্রহ্মাকে নিয়ে যমরাজ ছুটে গেলেন নারায়ণের কাছে।
সব শুনে বিষ্ণু ব্রহ্মাকে বললেন—আপনি যজ্ঞের জন্য গয়াসুরের কাছ থেকে তার দেহটি চেয়ে নিন ।
প্রজাপতি এলেন গয়াসুরের কাছে।
দৈত্যরাজ তাঁকে প্রণাম জানিয়ে আশীর্বাদ প্রার্থনা করলেন। বললেন – হে পরমপিতা। অনুগ্রহ করে বলুন, আমি কিভাবে আপনার সেবা করতে পারি?