Category:শিশু-কিশোর উপন্যাস
বাসা থেকে স্কুলে যেতে রবিনের লাগে ১৫ মিনিট, যদি বাসে যায়। আর রিকশায় গেলে ৩০ মিনিট। আর হেঁটে গেলে পৌনে এক ঘণ্টা। অবশ্য রবিন হেঁটে কখনো যায় না। হঠাৎ হঠাৎ কোনো সমস্যা হলে, গাড়িঘোড়া বন্ধ থাকলে তখন বাধ্য হয়ে হেঁটেই যায়। হাঁটতে রবিনের খারাপ লাগে না। যেমন, আজ স্কুল থেকে বের হয়েই শোনে গাড়ি বন্ধ। কী ব্যাপার? কোনো একটা গোলমাল হয়েছে সামনের গার্মেন্টসে... বিক্ষুব্ধ শ্রমিকরা গাড়ি ভাঙচুর করেছে। ফলে এখন আর কোনো গাড়ি ওই রাস্তায়, মানে রবিনের বাসার দিকে যাবে না।br রবিন দেরি না করে হাঁটা শুরু করে দেয়। স্কুল ছুটি হয়েছে ৪টায়, যেতে যেতে ৫টা বাজবে। তা বাজুক, মা চিন্তা না করলেই হলো। হাঁটতে ওর ভালোই লাগে।
Report incorrect information