"নায়ক যখন কুশ" বইয়ের ফ্ল্যাপের লেখা:
বহরমপুরের ছেলে কুশ বালুরঘাটে স্কুল গেমস ফুটবল খেলতে যায়। সেখানে উল্কাবৃষ্টির রাতে তার আশ্চর্য অভিজ্ঞতা হয়। সে একখণ্ড উল্কাপিণ্ড কুড়িয়ে পায়। এই উল্কাপিণ্ডটি তার জীবনে আর্শীবাদ হয়ে আসে। তারপর থেকেই কুশ দুর্দান্ত খেলতে শুরু করে। ফুটবলার হিসেবে তার এমন নাম ছড়িয়ে পড়ে যে, শেষ পর্যন্ত হংকংয়ের এক আন্তর্জাতিক দলেও সুযােগ পেয়ে যায়। ছেলেবেলায় কুশের বাবা নিখোঁজ হয়ে যান। হংকংয়ে গিয়ে কুশ ফুটবলের দৌলতেই সন্ধান পায় বাবার। এমনই এক আশ্চর্য কাহিনী নায়ক যখন কুশ।