"পতি পরম গুরু" বইয়ের ফ্ল্যাপের লেখা:
কালজয়ী লেখকের শেষ-স্বীকারােক্তি “আজ আমারও দিনের কর্ম শেষ হয়ে এল। আজ আমিও বিচার-প্রার্থনা করছি তােমার কাছে। আমি যদি প্রীতির চেয়ে প্রয়ােজনকেই বেশী প্রশ্রয় দিয়ে থাকি। যদি কখনও চিরকালটার চেয়ে ক্ষণকালকেই বেশি প্রশ্রয় দিয়ে থাকি, যদিশারীরিক ক্লান্তির জন্যে কখনও কর্তব্যচ্যুত হয়ে থাকি, পরমার্থকে অস্বীকার করে অর্থকে গুরুত্ব দিয়ে যদি কখনও সাহিত্যকে পণ্য। করে থাকি, সাহিত্যের জন্যে জীবন-সর্বস্ব দেবার ব্যাপারে ভক্তির বদলে বাইরের পৃথিবীর চাপে যদি কখনও আপােশ করে বাঁচবার চেষ্টা করে থাকি, যদি সাহিত্যকে কখনও কার্যসিদ্ধির উপকরণ হিসেবে ব্যবহার করে থাকি, কিংবা পরের অখ্যাতিতে যদি কখনও মনের কোণে এক বিন্দুও তৃপ্তি পেয়ে থাকি তাে তুমি আমায় ক্ষমা কোরাে না, তুমি আমার বিচার কোরাে। তােমার কাছে ক্ষমা চাইবার অধিকার আমার নেই। আমি শুধু আমার বিচারপ্রার্থী। তােমার বিচারের নিঃসঙ্কোচ নিরপেক্ষতায় আমি মনে-প্রাণে বিশ্বাস করি।