হযরত মুহাম্মাদ নবুওয়াত প্রাপ্তির পর তের বছর পর্যন্ত মক্কাতেই মানুষদেরকে আল্লাহ পাকের দিকে আহ্বান করে যাচ্ছিলেন। এভাবে অনেক দিন পর্যন্ত ঈমানের কথা আর দেবদেবীর পূজা ছেড়ে দেওয়ার কথা ব্যতীত অন্য কোনো দ্বিতীয় হুকুম ছিল না। এরপর ধীরে ধীরে আল্লাহ তা'আলার পক্ষ থেকে হুকুমসমূহ আসা শুরু হল। ইসলামের রোকনগুলোর মধ্যে সর্বপ্রথম নামায ফরয হয়েছে। এরপর হযরত মুহাম্মাদ মক্কা মোয়াজ্জমা থেকে হিজরত করে যখন মদীনা মুনাওয়ারায় গমন করলেন, তখন সেখানে আল্লাহ তা'আলার অনেক হুকুম নাযিল হতে শুরু করে। এসব হুকুমের মধ্যে অন্যতম একটি হুকুম ছিল রোযা।