Category:ইসলামি বিবিধ বই
"পীর ও পুলিশ" বইটির ভূমিকা থেকে নেয়াঃ
নশ্বর স্মৃতিতে কত কিছুই না ধারণ করা হয়ে থাকে। কত কথা কত বিচিত্র ঘটনা। হাসি-কান্না, আনন্দ-বেদনা কত দৃশপট স্মৃতিপটে অংকিত হয়ে যায়। প্রতিদিন, কখনাে কখনাে প্রতি মুহূর্তে নতুন নতুন স্মৃতি তৈরি হয়। এজন্য পুরােনােদের ক্ষয়ে যেতে সময় লাগে না। তার ওপর কালের পলিমাটি পড়ে তা ধূসর -জঞ্জাল হয়ে যায়।
অতি প্রয়ােজনীয় স্মৃতিকথাও অনেক সময় মস্তিস্কের অতল থেকে উদ্ধার করা যায় না। কিন্তু কিছু কিছু কথা ঘটনা নশ্বর স্মৃতিতে অংকিত হয়ে অবিনশ্বর হয়ে রয়ে যায়। মস্তিস্কের নিউরন সেল ভেঙ্গে যায়, অক্ষম হয়ে যায়, তবুও সে স্মৃতির গলিপথ সবসময় আলােকিত হয়ে থাকে। স্মৃতি পথে হাটতে গেলেই চুম্বকীয় শক্তি সেই গলিপথের দিকে টেনে নিয়ে যায়।
এই বইয়ের প্রতিটি ঘটনা, প্রতিটি চরিত্র, চরিত্রের অনুসঙ্গ এমনিই স্মৃতির উজ্জল গলিপথ থেকে স্বআলােয় উদ্ভাসিত। স্মৃতির এক পাণ্ডুলিপি থেকে অজস্র স্মৃতিতে তার রূপান্তর ঘটবে; কিন্তু তার চুম্বকীয় শক্তি ক্ষয় হবে না; আরাে সতেজ-দুরন্ত এবং অন্যকে বিহ্বল করে দেয়ার মতাে আকর্ষণীয় হয়ে উঠবে।
মুজাহিদ হুসাইন ইয়াসীন
Report incorrect information