'সহায়ক গণিত' শীর্ষক গ্রন্থটি স্কুল-পড়ুয়া শিক্ষার্থীদের একটি পাঠ্য-সহায়ক বই। এতে দশটি অধ্যায় সন্নিবেশিত হয়েছে। গণিত বিষয়ে ভালো নম্বর পেতে প্রয়োজনীয় নির্দেশনা, সূত্র, দরকারি কিছু গানিতিক বিষয়ের বিস্তৃত 'আলোচনা এবং মজাদার গাণিতিক উপকরণসহ নানাবিধ উপযোগ প্রাঞ্জল ভাষায় উপস্থাপন করার প্রয়াস নেয়া হয়েছে।
Report incorrect information