Category:হিন্দু ধর্মীয় বই
* স্টক আউট হওয়ার আগেই অর্ডার করুন
আজই শেষদিন! শেষ হচ্ছে বই ও পণ্যে ৭০% পর্যন্ত ছাড়! বছরের সেরা ডিল, রকমারি ক্লিয়ারেন্স সেল, ২০২৫
মেয়েদের ব্রত-কথা
ভাদ্র মাসের লক্ষ্মীপূজার কথা
[ পেঁচাপেঁচীর কথা ]
এক দেশে এক বিধবা বামনী সূতা কেটে কোন রকমে অতি কষ্টে শাক- ভাত খাইয়ে তার ছে ট ছেলেটিকে মানুষ করতো ৷বামনীর কুঁড়ের সুমুখে, পুকুর-ধারে একটা মস্ত অশথ্ গাছ ছিল।ছেলেদের খেলবার জায়গা ছিল সেই গাছতলাটিতে। একদিন এক গয়লা সেইখান দিয়ে ক্ষীর নিয়ে বেচতে যাচ্ছিল, তাই দেখে ছেলেটির ক্ষীর খাবার ভারি ইচ্ছা হ'ল। সে তখন গয়লাকে তার মার কাছে ডেকে এনে, মাকে বল্লে, “মা, আমায় একটা পয়সা দাও না, আমি ক্ষীর খাবো।” তার মা ব’ল্লে, “আমি গরীব মানুষ, পয়সা কোথায় পাব বাবা !” ছেলেটি ত' কিছুতেই শুন্’ল ন', বড্ড কান্নাকাটি করতে লাগলো। তাই দেখে তার মা অনেক খুঁজে-পেতে সুতো কাটার ধামি থেকে চার কড়া কড়ি বার ক'রে দিল। ছেলেটি সেই চার কড়া কড়ি নিয়ে আহলাদে নাচতে নাচতে গয়লাকে গিয়ে বলে, “এই লও, দাম লও, আর আমাকে ক্ষীর দাও।”
গয়লা তার মুখের দিকে চেয়ে বল্লে, “চার কড়া কড়িতে কি ক্ষীর পাওয়া যায় ?” ছেলেটি ত’ কিছুতেই শুন্লে না। অনেক পীড়াপীড়ি করাতে চার কড়া কড়ি নিয়ে ক্ষীর দিয়ে গয়লা চ'লে গেল । ছেলের তখন ভারি আমোদ হ'ল, ক্ষীরের ভাঁড় নিয়ে কুঁড়ের সামনে অশথ্র গাছতলায় গিয়ে বসলো ।
Report incorrect information