ছুটির দিনটিতে ভোরবেলায় কলিংবেলের শব্দে ঘুম ভেঙ্গে যায় সায়মনের। যদিও বেলের শব্দটা খুব মিষ্টি। সেবার ব্যবসার কাজে ব্যাংকক গিয়ে পছন্দ করে নিয়ে এসেছিল। তবে এই ছুটির সকালে শব্দটাকে বড় বেসুরো মনে হয়। রঘুটা গিয়েছে দেশে। অগত্যা তাকেই উঠে দরজা খুলে দিতে হয়। সামনে পাড়ার একদল ছেলে।
কী হয়েছে এত সকালবেলা দল বেঁধে সব? ঘুম জড়ানো কণ্ঠে জানতে চায় সায়মন।
দলের মধ্য থেকে এগিয়ে আসে রতন। ইতস্তত: করে বলে, একটা সমস্যা হয়ে গেছে সায়মন ভাই।
কী হয়েছে?
আপনার পাশের দুটো বাড়ির পর রমজান চাচার যে টিনশেড বাড়িটা আছে সে বাড়ির এক ভাড়াটিয়ার স্ত্রী গত রাতে বিষ খেয়েছে।