নাই চেহারা, নাই লগদ।'br
কুসুম প্রায় সময় আমাকে এই কথাটা বলে। সত্যি কথাটা বলতে তো দোষের কিছু নেই। শোনতে শোনতে দু'টো কান একসাথে হয়ে গেছে। এক কান দিয়ে ঢুকলে অন্য কান দিয়ে বেরিয়ে যায়। এই জন্য আমার কোন রাগ হয় না। রাগ করার মতো লোক আমি নই। আমি একজন শিল্পী। শিল্পীদের রাগ থাকা ভালো না। শিল্পীরা রাগ ধৈর্য্য সহকারে হজম করে ফেলে। শিল্পীরা রাগ হজম করতে না পারলে তুলির আচর দেয়া ঠিক হবে না। কুসুমের কথায় আমি যদি ফোস করে উঠি তাহলে দু'জনের মধ্যে ঝগড়া হবে, এতে সংসারের অশান্তি আরো বাড়বে। স্বামী স্ত্রীর সাথে ঝগড়া করলে স্ত্রীর উচিত রান্নায় মনোযোগি হওয়া আর স্ত্রী স্বামীর সাথে ঝগড়া করলে স্বামীর উচিত ব্যাগ নিয়ে বাজারে চলে যাওয়া, এতেই সংসারে শান্তি বিরাজ করবে।br
কুসুমের কথায় রাগ না করে বরং হেসে বললাম, চেহারা নাই ঠিক আছে কিন্তু লগদ কি?br
'লগদ অর্থ হচ্ছে শরীরের গঠন।br
'কুসুম আমার মনে হয় তুমি ভুল বলছো। কথাটা লগদ না, কথাটা হল নগদ।'