ছোটন পুরোদস্তর গ্রামের ছেলে। শাওন শহর থেকে গ্রামে এসেছে বেড়াতে। এবারই গ্রামের ওরশের মেলায় মরুভূমির প্রাণী উটের আর্বিভাব। উট দেখতে গিয়ে উটকো ঝামেলায় জড়িয়ে পড়ল ছোটনেরা। ছোটন আর শাওনের সাথে ডিটু, বিশু আর পচাও জুটে গেল। একদল দস্যি ছেলে মেলায় এসে মেতে ওঠে দস্যিপনায় সমেলার মাঠেই দেখা হয়ে যায় গ্রামের ভয়ংকর ডাকাত জুয়াড়ী লাল মাহমুদের সাথে। রাতে একাকী বেরিয়ে পড়ে শাওন, জিনসাধকের দেখা পায়। জিনসাধককে অনুসরণ করে সে পথ হারিয়ে গোরস্থানে এসে পড়ে। গোরস্থানে লাল মাহমুদের হাতে ধরা পড়ে শাওন। তারপর...? হরেকরকম মুখোশের আড়ালে নিজেদের ঢেকে ওরা উটকো ঝামেলার জট ছাড়াতে চায়।
আলকাতরা দেয়া ওই ট্রলারের এত গোপনীয়তা কেন? মেলা থেকে ছিন্নমূল শিশুরা হারিয়ে যাচ্ছে কেন? ছোটনদের গ্রামের ছোট্ট রবিউলকে নিয়ে জিনসাধকের এত লুকোচুরি