Category:প্রামাণ্য আইন
"পাবলিক প্রকিউরমেন্ট সংক্রান্ত আইন ও বিধি" বইটির 'লেখকের কথা' অংশ থেকে নেয়াঃ
সরকারি ক্রয় ও সংগ্রহ কার্যক্রমে পাবলিক প্রকিউরমেন্ট আইন ২০০৬ ও পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা ২০০৮ আবশ্যিকভাবে অনুসরণযােগ্য।
সময়ে সময়ে এই আইন ও বিধিমালায় যে সংশােধনী জারী করা হয়েছে তা অন্তর্ভুক্ত করে আইন ও বিধিমালা হালনাগাদ করে সুধী পাঠকের কাছে উপস্থাপন করা হচ্ছে।
প্রকিউরমেন্ট আইনের অনুমােদিত ইংরেজি ভাষ্য আন্তর্জাতিক টেন্ডারসমূহে প্রয়ােজন হয়। তাই বর্তমান বইয়ে ইংরেজী ভাষ্য যােগ করা হয়েছে।
ইতােমধ্যে ইলেকট্রনিক প্রকিউরমেন্ট কার্যক্রম শুরু হওয়ায় ই-জিপি রেজিস্ট্রেশন পদ্ধতি সংক্রান্ত ম্যানুয়েল ও ই-জিপি পদ্ধতি প্রয়ােগে ‘ই-জিপি গাইড লাইনস' পাঠকের প্রয়ােজনে বইয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে।
পাবলিক প্রকিউরমেন্ট আইন ও পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালায় আনীত ২০১৬ ও ২০১৮ সনের সংশােধনী যথারীতি বইয়ে সন্নিবেশ করা হয়েছে।
সিপিটিইউ কর্তৃক প্রদত্ত প্রকিউরমেন্ট সংক্রান্ত গুরুত্বপূর্ণ মতামত সম্বলিত পত্র ও পরিপত্রসমূহ দাপ্তরিক সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিধায় তা বর্তমান সংস্করণে পৃথক অধ্যায়ে পত্রস্থ করা হল।
Report incorrect information