Category:পশ্চিমবঙ্গের বই: রচনাসমগ্র ও সংকলন
* স্টক আউট হওয়ার আগেই অর্ডার করুন
জীবদ্দশাতে সুকান্তর কোনও বই-ই প্রকাশিত হয়নি। ‘ছাড়পত্র’, ‘পূর্বাভাস’, ‘ঘুম নেই’, ‘মিঠেকড়া’, ‘হরতাল’, ‘অভিযান’ ও ‘গীতিগুচ্ছ’—প্রকাশিত সবক’টি গ্রন্থ শুধু নয়, অগ্রন্থিত রচনা, সারস্বত লাইব্রেরির সুকান্ত সমগ্রেও নেই এমন কিছু রচনা একত্রিত করে যথার্থ অর্থে ‘সুকান্ত সমগ্র’ প্রকাশিত হল। প্রসঙ্গত জানাই, আমরা পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি প্রবর্তিত বানানবিধি যথাসম্ভব মেনে চলার চেষ্টা করেছি। যেসব কবিতার পাণ্ডুলিপি পাওয়া গেছে, পাণ্ডুলিপি অনুসরণ করে সেগুলির যথাযথ পাঠ ছাপা হয়েছে। পাঠান্তর-প্রসঙ্গে পৃথক একটি আলোচনাও রয়েছে। অজস্র পাদটীকা, প্রাসঙ্গিক তথ্য, ব্যক্তি- পরিচিতি দেওয়া হল। দুষ্প্রাপ্য ছবি, পাণ্ডুলিপির প্রচুর ফোটোকপি―নিশ্চয়ই পত্র ভারতীর এই সংস্করণটিকে সমৃদ্ধ করবে। আমরা বিশ্বাস করি, সত্যজিৎ রায়ের আঁকা ছবিটি এর মূল্যবান সংযোজন হিসাবে পাঠকের কাছে বিবেচিত হবে। সত্যজিৎ ‘সুকান্ত-নামা’ বইয়ের জন্য এঁকেছিলেন এটি। সত্যজিৎ-চর্চায় নিবেদিতপ্রাণ আজকাল-গ্রন্থাগারিক দেবাশিস মুখোপাধ্যায় তাঁর ব্যক্তিগত সংগ্রহ থেকে মহামূল্যবান এই ছবিটি দিয়েছেন। সুকান্ত- নামা-য় সত্যজিৎ রায়ের নাম ছিল না। পরবর্তীকালে দেবাশিসবাবুর কাছে এই ছবিটি দেখে ভারি খুশি হয়েছিলেন সত্যজিৎ রায়।
Report incorrect information