কুহু কুহু কোয়েল যদি ডাকে। কেন যে মন উদাস হয়ে থাকে।” এক মনে গানটি গাইতে গাইতে অনন্যা অন্যমনস্ক হয়ে পড়ে।
অনন্যা সত্যিই অনন্যা। অসাধারণ তার ব্যক্তিত্ব। চারিত্রিক বৈশিষ্ট্য আর দশটি সাধারণ মানুষের সাথে মিলে না। তাকে অসাধারণ বললে ভুল হবেনা।br
কবির ভাষায় তাকে আরো কাব্যাকারে বলা যায় "সুন্দরী গো, দোহাই দোহাই মান করো না।” অনন্যা রাগলে ভীষণ মিষ্টি লাগে। দেখতে আহামরি সুন্দরী নয়। তবে কবির চোখে সে অসামান্যা নারী। চোখ দু'টি কাজল-কালো। যখন চোখ মেলে তাকায়, মনে হয় গভীর অন্তর্দৃষ্টি দিয়ে কি এক ভাবনা ও ঘিরে রেখেছে। সে কি গোবরে পদ্মফুল? নানা তা হবে কেন! ওর পরিবারে ও একেবারে নিঃস্ব, একাকিত্ব জীবনে কিছুই ওর ভাল লাগে না। একটি ছোট ভাই আছে।