অনেক দিন আগে সূর্যনগর নামে একটা ছোট্ট রাজ্য ছিলো। সেই রাজ্যের রাজা ছিলো সুদর্শন এক যুবক। নাম চন্দ্রসিং। রাজ্যের পাশ দিয়ে বয়ে গেছে খরস্রোতা এক নদী। নদীর ওপাড়ে আর একটি রাজ্য। সেই রাজ্যের রাজাকে সবাই পবন রাজ বলে ডাকে। তো- তার ছিলো অপরূপ এক সুন্দরী মেয়ে। নাম তার জোছনারাজ।
একবার পবন রাজা খুব ধুমধাম করে রাজ্যের মধ্যে বৈশাখী মেলার আয়োজন করল। দূর-দূরান্ত থেকে আসতে লাগলো অগণিত মানুষ। শুধু সাধারণ মানুষই নয়, সেখানে এলো অন্যান্য দেশের রাজা এবং রাজকুমাররাও। সূর্যনগরের সুদর্শন চন্দ্রসিংও তেজী ঘোড়ার পিঠে সওয়ার হয়ে কাঠের পুলের উপর দিয়ে টগবগিয়ে নদী পার হয়ে ছুটলো সেই মেলায়।