6 verified Rokomari customers added this product in their favourite lists
TK. 400TK. 340 You Save TK. 60 (15%)
Related Products
Product Specification & Summary
বৈশাখের বৃষ্টিহীন দগ্ধ বিকেলে মিন্টু রোডে ঢুকতেই শীতল বাতাস ভালোই লাগছিল। ভালো লাগার পরশে ছুঁয়ে গেলো সারা মন। দু'ধারে উঁচু উঁচু গাছ, সবুজ পাতায় ভরা। তারই মাঝে থেকে থেকে কৃষ্ণচূড়ার লাল ফুল এমনভাবে ফুটে আছে, মনে হলো স্বাধীনতার লাল খচিত সবুজ পতাকা আকাশে পত্পত্ করে উড়ছে। শহরের বিষাক্ত বাতাসের সন্নিকটে কৃত্রিম এই পরিবেশের ভেতর এসেই কবির এই পঙ্ক্তিগুলো মনে পড়লো। 'বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস' পত্রিকার পক্ষ থেকে সম্পাদক, এম. হেলাল সহকর্মী - বাবুল রানাসহ গিয়েছিলাম একজন শ্রদ্ধাভাজন শিক্ষকের বাড়ি। (যিনি মন্ত্রীর পরিচয়ের চেয়ে শিক্ষক পরিচয়ে স্বাচ্ছন্দ্যবোধ করেন বেশি।) তিনি দূরের কেউ নন, আমাদের সকলের অত্যন্ত কাছের, ভার্সিটি ক্যাম্পাসের দলমতের ঊর্ধ্বে সকল ছাত্রের প্রিয় শিক্ষক অধ্যাপক ড. খন্দকার মোশাররফ হোসেন। যিনি বর্তমানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে নিয়োজিত আছেন।
মূলত, শিক্ষাঙ্গন বিষয়ে আমরা খোলামেলা আলোচনায় অংশ নেই তার সাথে। তিনি আলোচনা করতে গিয়ে বারবার আবেগাপ্লুত হয়ে যাচ্ছিলেন। মনে হচ্ছিল এ আলিশান বাড়ির রাজকীয় পরিবেশে তিনি হাঁফিয়ে উঠছেন ক্রমশ। তিনি যেন ফিরে যেতে চান ক্যাম্পাসে কোলাহলমুখর, ছাত্র-ছাত্রীদের হৈচৈ, স্লোগানে স্লোগানে ক্লান্ত দেহে ফিরে আসা ঘামে ভেজা ছাত্রছাত্রীদের মাঝে।