4 verified Rokomari customers added this product in their favourite lists
TK. 150TK. 129 You Save TK. 21 (14%)
Related Products
Product Specification & Summary
১৭ সেপ্টেম্বর রাতে আমি নিউইয়র্কের উদ্দেশ্যে রওনা করি। জাতিসংঘের ৬৮তম সাধারণ অধিবেশন কাভার করার জন্য যাচ্ছি আমি। আমেরিকায় আমার বড় ভাই-ভাবি না থাকলে হয়তো সাত সমুদ্দুর পাড়ি দিয়ে এভাবে একাকী আমেরিকা যাওয়ার সাহস করতাম না। এমিরেটস-এর বিমান হযরত শাহজালাল (রা) বিমানবন্দর থেকে দুবাইয়ের উদ্দেশ্যে ছাড়বে রাত ৯টায়। বিকাল চারটার দিকে বাসা থেকে বের হলাম। ওইদিন হরতাল থাকায় খুবি বেশি সময় লাগল না। রাস্তায় যানজট ছিল না বললেই চলে। বিমানবন্দরে গিয়ে কয়েক ঘণ্টা অপেক্ষা করতে হল। অবশ্য অপেক্ষার প্রহর আরও বড় হত যদি আমার সাথে আমার দুই ভায়রা না থাকতেন। তাদের সাথে কথা বলতে সময় কেটে গেছে। বোর্ডিং কার্ড নিয়ে ইমিগ্রেশনে প্রবেশ করার সময় কিছুটা হোঁচট খেলাম। একজন পুলিশ কর্মকর্তা কোনো কিছু না বলে আমার হাত থেকে পাসপোর্টটা টান দিলেন। কী কারণে তিনি এমনটা করলেন বুঝলাম না। পরে অবশ্য বুঝেছি এরা নানাভাবে যাত্রীদের হয়রানি করে। টাকা আদায়ের জন্য নানা কৌশল খাটায়।