শিয়াল আমাদের বন্ধু। পাঠক, প্রশ্ন করতে পারেন, শিয়াল আবার মানুষের বন্ধু হয় কী করে? হয়, হয়। খুব হয়-এই যেমন আমাদের হয়েছে। তবে এই শিয়াল কোনো বুনো, পোষ না মানা শিয়াল নয়। বরং এই শিয়াল বড়ো বেশি গৃহপালিত, ঘরকুনো, মনুষ্যরূপী। প্রকৃতপক্ষে আমাদের শিয়ালবন্ধু একজন মানুষ। মনুষ্যরূপী শিয়াল। সুখী, সম্পন্ন, বিবাহিত ও গৃহী। তবে তার নাম শিয়াল হলো কী করে? মানুষের নাম আবার কখনও শিয়াল হয় নাকি! হয়, এই যেমন আমাদের হয়েছে একজন শিয়ালবন্ধু।
সদ্য অর্জিত স্বাধীনতার পর দেশের প্রায় সব স্থানের মতো গুলিস্তানেও চলছে ব্যাপক ভাঙাগড়া, দখল-বেদখল, ফুটপাতে হকার বসানো ও উচ্ছেদের লুকোচুরি খেলা। সে এক মহাক্রান্তিকাল। বলা যায়, শিরে সংক্রান্তি। অমাবস্যা ও পূর্ণিমার টালমাটাল ছায়া-প্রচ্ছায়া ছড়িয়ে আছে গুলিস্তানসহ দেশের সর্বত্র। সে এক বড়ো অস্থির ও উন্মাতাল সময়। এ ওর ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। রহিম ধরছে রামকে। লছমন পালিয়ে বেড়াচ্ছে মধুর খপ্পর থেকে।