আজই শেষদিন! শেষ হচ্ছে বই ও পণ্যে ৭০% পর্যন্ত ছাড়! বছরের সেরা ডিল, রকমারি ক্লিয়ারেন্স সেল, ২০২৫
Related Products
Product Specification & Summary
সিকানদার আবু জাফর দেশের দক্ষিণাঞ্চল সাতক্ষীরা জেলার এক মহান কৃতি সন্তান। এদেশের সাংস্কৃতিক আন্দোলনের এক দুঃসাহসী পুরোধা পুরুষ। তিনি আধুনিক বাংলা কাব্যের বিশেষত বাংলাদেশি কাব্য জগতের ত্রিশোত্তর ধারার একজন নেতৃত্বস্থানীয় কবি। একাধারে তিনি কবি, নাট্যকার, ছোটোগল্পকার, ঔপন্যাস্যিক, গীতিকার, অনুবাদক, সাংবাদিক, পত্রিকা সম্পাদক আর সর্বোপরি একজন নির্ভীক নিবেদিতপ্রাণ সাংস্কৃতিক সংগঠক। দেশের সাহিত্যচর্চা, সাংস্কৃতিক ও গণতান্ত্রিক আন্দোলন বিশেষত স্বাধিকার প্রতিষ্ঠা ও প্রগতিশীল সাহিত্য বিকাশের লক্ষে তাঁর সাহসী নেতৃত্ব দান তাঁকে মহান পথিকৃতের মর্যাদায় করেছে ভূষিত। অনভিজ্ঞতা, বৈরিতা ও প্রতিবেশ প্রতিকূলতার মাঝে তাঁর সাহসী সেনাপত্য, সৃজনের আকুলতা ও অব্যাহত প্রয়াস তাঁকে সমসাময়িক কালে খ্যাতিমান ব্যক্তিত্বে সমাসীন করে তুলেছিলো। 'সমকাল' সাহিত্যপত্রিকার ব্যতিক্রমী প্রাগ্রসর সম্পাদক হিসেবে তাঁর নিষ্ঠা, কর্মোন্মাদনা ও প্রত্যয়দৃঢ় দক্ষতা তাঁর অবিস্মণীয় অবদানের স্বাক্ষরবাহী। বস্তুত তিনি ছিলেন বহুমাত্রিক প্রতিভার এক কর্মিষ্ঠ সব্যসাচী।