ইন্দ্র এবং লেয়া গভীর অন্ধকারের ভেতর দিয়ে ঘোড়ার পিঠে ছুটে চলেছে উপত্যকা হয়ে চারপাশে পাহাড়ে ঘেরা নীরবতার ভেতর দিয়ে। দু'জনের সাথেই আছে তরবারী। অনেক দূর যেতে হবে। যত দুর যাওয়া যায়। মেয়েটির পরনে কালো লম্বা ছড়ানো পোশাকটি বাতাসের বেগে উড়ছে ঘোড়ার দ্রুত পা ফেলার সাথে সাথে। ছেলেটির পরনে সাধারণ পোশাক।
আজ পালিয়ে এসেছে নিজেদের পরিবার এবং শহর ছেড়ে। দু'জনের ধর্ম এবং জাত আলাদা। কিছুতেই মেনে নেবে না কেউ। একমাত্র উপায় ছিল রাতের অন্ধকারে পালিয়ে আসা। হয়তো এতক্ষণে পেছনে পেছনে রওনা হয়েছে দু'পাশের লোকজন। পেছনে মৃত্যু এবং সামনে গভীর উপত্যকা। ঠিকানা অজানা উদ্দেশ্যবিহীন।
অনেকগুলো ঘোড়া একসাথে এগিয়ে আসছে সামনে থেকে। কোথাও কোন ভুল হচ্ছে। পেছন থেকে আসার কথা।