..আজ ধরেছো আমার দুটি হাত তাই মন আজ কেবল ময়ূর সাজে। হৃদয়ে বাজে সুরেলা ওই বাঁশি আঁখি দুটি থাকে শুধু লাজে। আজ রেখেছি তোমার চোখে চোখ বুকের ভেতর তাইতো সুখের ঢেউ, হৃদয়-কানন জোড়া প্রেমের মৌ লজ্জারাঙা মুখ দেখবে না কেউ।...
..এ ছোট্ট জীবনে শুধু তোমাকেই চাই, ভালোবাসার জলপ্রপাতে তোমায় খুঁজে পাই। বড় করে দেখো না আমায় শুধু মনে রেখো, সুখীদের ভিড়ে নেই আমি দুঃখীদের মাঝে দেখো। বিলাসিতা করি না আমি কাজের মাঝে থাকি,
তোমার জন্য ভালোবামাম