• বাতাসে ওড়ে মৃত্তিকার সাদা রেশমী
আঁচল। জীবনের কোথাও সে আর আঁধার
দেখে না। হঠাৎ পিছন থেকে বাতাসে ওড়া
আঁচলে একটা টান পড়ে। বাতাসের টান
ভেবে খেয়াল করে না সে। তার একাগ্র দৃষ্টি
নিবন্ধ সামনের নীল সমুদ্রের উচ্ছল
ঢেউগুলো কিভাবে তার পা'কে ছুঁয়ে আছড়ে
পড়ছে বিনীতভাবে। সে মুগ্ধ হয়ে উপভোগ
করে সে সব। হঠাৎ সমুদ্রের মাতাল
হাওয়ার ভায়রো রাগে কে যেন তার নাম
ধরে ডাকে- মৃত্তিকা। চেনা কণ্ঠ অচেনা
শব্দের ভেতর। মৃত্তিকা মনের ভ্রম ভেবে
চলতে থাকে গোধূলির খালুর সৈকত ধরে
কিছুটা আনমনা। ফয়সাল দ্রুত পা ফেলে
মৃত্তিকার কাছে এসে তার হাতটা ধরে
ফেলে। বাতাসে মৃত্তিকার রেশমী আঁচল
উড়ে এসে ফয়সালের গলাবন্ধ হয়ে জড়িয়ে
যায়। তখন ফয়সাল দেখতে পায় মৃত্তিকার
গলার মুক্তমালায় লকেটে মুক্ত দিয়ে বাঁধানো
ফয়সালের ছবি।