১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পুরো জানুয়ারি মাসজুড়ে বই ও পণ্যে বিকাশে মাত্র ৬০০৳+ পেমেন্টে সর্বোচ্চ ১০০৳ পর্যন্ত! পুরো ক্যাম্পেইনে ক্যাশব্যাক পাবেন ১৫০৳ পর্যন্ত!*
আরো দেখুন
১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পুরো জানুয়ারি মাসজুড়ে বই ও পণ্যে বিকাশে মাত্র ৬০০৳+ পেমেন্টে সর্বোচ্চ ১০০৳ পর্যন্ত! পুরো ক্যাম্পেইনে ক্যাশব্যাক পাবেন ১৫০৳ পর্যন্ত!*
অনলাইন বাণিজ্য মেলায় আপনার পছন্দের পণ্যে ৭৫% পর্যন্ত ছাড়! বছরের শুরুতেই সেরা ডিল, রকমারি অনলাইন বাণিজ্য মেলা, ২০২৬
‘মা’- শব্দটাতেই লুকানাে রয়েছে জাদু। মা’ আর এক জোড়া জাদুর চশমাকে কেন্দ্র করে এই গল্প আবর্তিত। তবে গল্পটির শুরুর পর্বটি নিতান্তই মামুলি । পারস্য উপসাগর আর বঙ্গোপসাগরের হাওয়া জল গায়ে লাগিয়ে বেড়ে ওঠা দু'টি কিশােরীকে ঘিরে এই গল্পের শুরু । সুখু আর দুখু। নাহ, নামগুলাে বড্ড সেকেলে শােনাচ্ছে। অন্য নাম রাখা যাক। লাবন্য আর বীণা। একাধারে জেমস ওয়ার্ল্ড অ্যাকাডেমি আর বাগেরহাট উচ্চ বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী দু’জনেই। মুখােমুখি দেখা হয়নি কখনও। ভার্চুয়াল বন্ধুত্ব। ফেইসবুকে পরিচয়। এ পর্যন্ত গল্পে জাদুর রহস্যময়তার নামগন্ধও নেই। মা দিবসে আজ দুজনের স্কুলেই রচনা প্রতিযােগিতা ছিলাে । রচনার বিষয়বস্তু ‘মা’। লাবণ্য আর বীণা দুজনেই যার যার স্কুল থেকে প্রতিযােগীদের মধ্যে প্রথম পুরস্কার পেয়েছে। কাকতালীয় ঘটনা চোখে পড়ার মত কোন অস্বাভাবিকতা নেই ঘটনায়। দুই কিশােরীই নিশ্চিত যে, ত্রিভুবনে তাদের মা-ই সেরা। কাজেই, মা’ কে নিয়ে লেখা রচনা প্রতিযােগিতার প্রথম পুরস্কার তাদের ঘরে শােভা পাবে, এতে আর আশ্চর্য কীসে রহস্যের শুরু পুরস্কারের মােড়ক খুলবার পর থেকে। ফেনিল রহস্যময়তার ঊর্মিমালা ওদের দুজনের জীবন- বেলাভূমিতে আছড়ে পড়লাে। দেখা গেল, দুজনে একই পুরস্কার পেয়েছে । দুটো করে জিরাে পাওয়ারের চশমা। প্রথম চশমাটিতে গােলাপ-রঙা টিনটেড প্লাস্টিকের লেন্স বসানাে। দ্বিতীয়টিতে ধূসর-রঙা টিন্ট। অবিকল মিলে গেছে দু’জনের পুরস্কার চশমা-জোড়ার সাথে একটা ইনস্ট্রাকশন নােটে চশমা-জোড়ার ব্যবহারপ্রণালী সম্পর্কে লেখা। ইনস্ট্রাকশন নােটের লেখা এখানে হুবহু তুলে দেওয়া হল।
Title
বাংলা ভাষার গল্প সংকলনের অনিঃশেষ ধারাবাহিক : আমাদের গল্প -১