Category:বিবিধ বিষয়ক প্রবন্ধ
* স্টক আউট হওয়ার আগেই অর্ডার করুন
"ডাকঘর" বইয়ের ভূমিকা:
অগ্রজ কবি, প্রবন্ধকার রেজাউদ্দিন স্টালিনের পত্রিকায় প্রকাশিত কলামগুলির সন্নিবেশ ঘটেছে ‘ডাকঘরে'। এই প্রবন্ধকার সমসাময়িক আর্থসামাজিক, রাজনৈতিক ঘটনাগুলাের বিশ্লেষণ তার লেখায় তুলে ধরেছেন সুনিপুণ দক্ষতায়। আমাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে প্রত্যেকেরই রয়েছে দায়বদ্ধতা। এ দায়বদ্ধতা যেমন প্রত্যেক ব্যক্তির, সমাজের, রাষ্ট্রের কাছে ব্যক্তি হিসেবে আমাদের স্বাতন্ত্র উপস্থাপনের জন্য তার লেখা প্রবন্ধগুলি যেমন এসময়ের দর্পণ, তেমনই অতীতের দৃশ্যকল্পগুলির নিখুঁত বুনন। তার শৈশব-কৈশােরের স্মৃতি যেমন লেখার উপজীব্য হয়েছে, তেমনই তা আবহমান বাংলার রূপকে চিত্রিত করেছে। এদেশের গ্রাম, খাল, নদী, ফসলের খেত মূর্ত হয়েছে তার বিশ্লেষণী লেখায়। বিষয় বৈচিত্র্যে অনন্য এই সংকলনে সমাজসংস্কৃতিতে আমাদের কর্তব্য কর্ম বিষয়ে রয়েছে সুচিন্তিত দিক নির্দেশনা। ক্ষয়ে যাওয়া সমাজ-সংস্কৃতিকে পথ দেখানাের প্রচেষ্টা অহর্নিশ তার ক্ষুরধার লেখনিতে প্রতিভাত হয়।
Report incorrect information