'দিল্লির ডায়েরি থেকে' চামেলী রায় এর দ্বিতীয় কাব্যগ্রন্থ। এখানে ৩৬ টি কবিতা স্থান পেয়েছে। কবিতাগুলোতে চামেলী রায় ব্যক্তিবোধের অন্তর্মুল থেকে দেশকালের সীমানা ছাড়িয়ে নানাভাবে নানামাত্রায় শব্দ নিয়ে খেলা করেছেন। একদিকে নিজের বেদনাবোধ অন্যদিকে পারিপার্শ্বিক আবহের রুদ্ধতা কবিতাগুলোতে বাঙ্ময় হয়ে উঠেছে। কখনো কখনো আত্মজিজ্ঞাসার নিগূঢ় আকুতি ছড়িয়ে পড়েছে কবিতায়। আন্তর্জাতিক মানবিক বিপর্যয়ের প্রতিকূলে কবির সোচ্চার উচ্চারণেও কোন কোন কবিতা উচ্চকিত। এছাড়াও নিজের জাতিসত্তার পরিচয়, দেশ, ভাষা, একুশ, একাত্তর, সবই চামেলী রায়কে আবিষ্ট করে। 'দিল্লির ডায়েরি থেকে'