জীবনে পাওয়া, না পাওয়া অথবা পেয়েও হারিয়ে ফেলা। এসকল সফলতা, ব্যর্থতা এবং হতাশা নিয়েই মানুষের জীবন। জীবনের একান্ত আপন কথাগুলো বা হৃদয়ের গহিনে লুকিয়ে থাকা আবেগগুলো যখন শব্দের অলংকার ও ভাষার নন্দন শৈলীতে প্রকাশ পায় তখন সেসব কথাই প্রকাশ পায় কবিতা হয়ে যায়।
আফরোজা নিজামী'র শুধু কবিতাই নয় তার গল্প, নাটিকা ও গানের সাথে আমি বিশেষ ভাবে পরিচিত। বাংলাদেশের নারী গীতিকারদের মধ্যে আফরোজা নিজামীর স্থান সুদৃঢ়। তার লেখা মা, বাবা, শিশু, ভোর, বই, দেশ, বৈশাখ, নারী, হেমন্ত, নবান্ন ও প্রেম এমনি বিষয়ভিত্তিক গানগুলো শ্রেষ্ঠত্ব অর্জন করে আছে।
'নক্ষত্র ভোরে রৌদ্র' গ্রন্থে জীবনের সর্বস্তরের কথা উঠে এসেছে। এখানে আছে শৈশবের চপলতা, কৈশোরের দুরন্তপনা, যৌবনের আবেগ এবং প্রেম-বিরহ। জীবনযুদ্ধে জয় পরাজয়ের আনন্দ বেদনা। যা আমাদের জীবন চলার পথকে সহজ ও সাবলিল করবে।