চারটি ভ্রমণ কাহিনীতে তিনটি মহাদেশের চারটি দেশে ভ্রমণের স্মৃতি ফুটিয়ে তুলেছেন লেখক তাঁর নিপুণ লেখনীতে। প্রতিটি দেশের সমাজ, সংস্কৃতি, প্রকৃতি ও মানুষকে নিয়ে লেখকের সূক্ষ্ম পর্যবেক্ষণ পাওয়া যাবে প্রতিটি লেখায়। অনেক চরিত্রের সমারোহ এবং গীতল আঙ্গিকের কারণে লেখাগুলোকে একেকটি ক্ষুদ্র উপন্যাস বলে মনে হবে। ভ্রমণের সময় লেখকের হৃদয়ে সদা জাগ্রত ছিল বাংলাদেশ। সুখপাঠ্য এ ভ্রমণ কাহিনীগুলোর হাতছানি উপেক্ষা করা দুষ্কর।