ফ্ল্যাপে লিখা কথা
লাইনে আসুন লেখক চরম উদাস এর প্রথম ছোটগল্প সংকলন। অনলাইনে প্রকাশিত (মূলত সচলায়তন ব্লগে) বেশ কিছু ছোট ও পুচকা আকারের গল্প নিয়ে এই গল্পসঙ্কলন। যেসব পাঠক ইতোমধ্যে এই গল্পগুলো পড়ে ফেলেছেন তারা যেন বঞ্চিত না হন সেজন্য পূর্বে অপ্রকাশিত দুটি গল্পও থাকছে এই বইতে।
আমাদের সমগ্র জীবন একটা লাইনে, একটা ছকে বাঁধা, মাঝে মাঝে কেউ কেউ সেই লাইন থেকে বের হয়ে প্রশ্ন করে, লাইনে থাকার যৌক্তিকতা নিয়ে। প্রশ্ন করে কেন এটা আমাকেও করতে হবে এই বলে। বাকি সবাই মিলে তখন তাকে চুপ করানোর জন্য ব্যস্ত হয়ে যায়। সবাই মিলে হুঙ্কার দেয়, লাইনে আসুন। তাই লাইনে আসুন হতে পারে এইসব লাইনের বাইরের চিন্তাভাবনা করা নিয়েই তৈরি সব গল্পের নাম। লেখা পড়ে লোকজন তাদের প্রথাগত লাইন ছেড়ে বেড়িয়ে আসবে এমন প্রত্যাশা লেখকের নেই। বরং লিখতে লিখতে একসময় হয়তো লেখক নিজেই লাইনে চলে আসবেন।