2 verified Rokomari customers added this product in their favourite lists
TK. 135TK. 116 You Save TK. 19 (14%)
Related Products
Product Specification & Summary
কেউ আছো কি, একটু পানি দেও না!... একটু পানি দেও না!... কায়রে যাবাচ্ছো, একটু পানি দেও।
একজন কিশোরী ঝুলন্ত কাঁটাতারের সঙ্গে যুদ্ধ করে বাঁচার চেষ্টায় পথচারীর দৃষ্টি তার দিকে ফিরাবার জন্য ক্ষীণ কণ্ঠে আহাজারি করছিল। কেউ কিশোরীর আর্তনাদ শুনে একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলছিল। সীমান্তরক্ষীদের ভয়ে দ্রুত আপন পথ অতিক্রম করে চলে যাচ্ছিল। কেউ বা আবার তাকে উদ্ধারের জন্য এগিয়ে যাবার উপক্রম করতেই বারুদের গন্ধ পেয়ে আপন পথ ধরল। কিশোরীর মুখ হতে একই সুরে বারবার ক্ষীণ কণ্ঠে শব্দ বের হচ্ছিল, একটু পানি দেও।
ক্ষতবিক্ষত কিশোরী তার শরীরের রক্তের গতিধারা কিছুতেই বন্ধ করতে পারছে না। শরীরের অঙ্গ-প্রতঙ্গ ছুঁয়ে ছুঁয়ে রক্ত মাটিতে পড়ছে। মাটির দিকে তাকালে মনে হয় এ যেন স্বাধীনতার লাল সূর্যের আভা। বয়স আনুমানিক পনের। পরনে নীল রঙের কাপড় আর গায়ে শীতের লাল পোশাক। শরতের আসহ্য ভোরের শীতল পরশ কিশোরীর সমস্ত দেহ সিক্ত করে দিয়েছে। হরিণীর মত চোখ মেলে নিজ ভূ-খণ্ডের দিকে পরিপূর্ণ দৃষ্টি।