Category:রম্য সাহিত্য
* স্টক আউট হওয়ার আগেই অর্ডার করুন
এক গ্রামে বাস করত এক ঠগ। মানুষকে ঠকিয়ে বেড়ানোই ছিল তার একমাত্র পেশা। ধারে-কাছের চেনা-অচেনা যত মানুষ ছিল প্রায় সবাইকে সে একবার না একবার ঠকিয়েছে। ফলে কেউ তাকে পাত্তা দেয় না; তার ধারে-কাছেও ঘেঁষে না।
একদিন তার টাকার বড় দরকার হয়ে পড়ল। ধারে-কাছের মানুষের কাছে সে আর কোন সুবিধা করতে পারবে না সে কথা সে ভাল করেই জানে। কাজেই তাকে এবার দূরে যেতে হল। সেদিন ছিল অনেক দূরের এক হাট। সে একটি নতুন কলসীতে মাটি ভরল। তারপর কলসির মুখে কিছুটা সরেস গুড় দিয়ে মাটিগুলো ভাল করে ঢেকে দিল। বাইরে থেকে দেখে কারোর বুঝবার উপায় নেই যে, কলসিতে মাটি আছে। এবার সে মনের আনন্দে এক কলসি গুড় বিক্রি করার জন্য হাটের দিকে পা বাড়াল। কিছু দূরের আর এক গ্রামে বাস করত এক বাটপাড়।
Report incorrect information