শিমুল গাছে লাল শিমুল ফুল ফুটে আছে। একটা নয় বেশকটি শিমুল গাছ পাশাপাশি দাঁড়িয়ে আছে। সবগুলোতেই লাল শিমুল ফুলের ছড়াছড়ি। যে কেউ মুগ্ধ হয়ে যাবে প্রথম দেখায়।
জয়িতাও মুগ্ধ হয়ে শিমুল ফুল দেখছে।
যত দেখে ততই মুগ্ধতা বাড়ে জয়িতার। কী যে ভালো লাগে ওর। ঢাকা শহরে তো এমন ফুলের কথা কল্পনাই করতে পারে না। ঢাকা শহরে কোথায় পাবে এমন শিমুল ফুল!
শিমুল গাছের ডালে চুপটি মেরে বসে আছে দুটি কোকিল পাখি। হঠাৎ মৌনতা ভাঙে কোকিলের। সরব হয়ে ওঠে তারা। কুহুকুহু শব্দে ডাকা শুরু করে। কয়েক মিনিট কেটে যায় এভাবে। কিন্তু কুহুকুহু শব্দের ডাকাডাকি এভাবে। 2 বন্ধ হয় না।
ছাদে দাঁড়িয়ে শিমুল ফুল দেখা বাদ দিয়ে এবার কোকিল দুটির দিকে চোখ ফেরায় জয়িতা। প্রচণ্ড আগ্রহ নিয়ে কোকিলের কুহুকুহু ডাক শুনতে থাকে।