স্বপ্ন
স্বপ্ন তোমার পাশের গলিতে থাকে, অন্ধকারের পিঠের ওপর আলোর চাবুকে খোয়াবের লালে প্রতিদিন তার পথ আঁকা হয়, সে মাস্তানের মতো সেই পথে শিস দিয়ে চলে, হ্যালো হ্যালো বলে চাঁদে জোনাকিতে পরকীয়া খেলে, আর রাত্তিরে কানে গুঁজে রাখা গোলাপের কাঁটা বের করে চোখে গাঁথে, স্বপ্ন তোমার পাশের গলিতে দেহপসারিণী মৃত্যুর শ্বাসভস্মের মায়া-কাম পসরার ভেতরে নিয়েছে বাসা, আয়ুবিদ্যুৎ নিভে গেলে তুমি নবজন্মের বাতি হাতে যেও, তার কাছে যেও তারার পালক খসে খসে পড়া রাত্রির পার্টিতে