Category:পশ্চিমবঙ্গের উপন্যাস
বইটি বিদেশি সাপ্লাইয়ারের নিকট থেকে সংগ্রহ করতে ৩০-৪০ দিন সময় লাগবে।
যে প্রাণশক্তি অদৃশ্য তরঙ্গবাহী হয়ে ছড়িয়ে পড়ছে আকাশে-জলে মাটিতে, তারই নিত্যনতুন জোয়ার-ভাঁটায় আবর্তিত হয় সৌরদীপ্ত, সৌমিলী, অর্পণ, পার্থ, শ্বেতা, পদ্মজা, অম্বুজাক্ষ, রমা, জয়ন্ত। সেই প্রাণকণিকার অন্তর্লীন অনাবিল স্পর্শ কেউ পায়, কেউ পায়না। রাজশ্রী বসু অধিকারীর ‘কথাছিল’ উপন্যাসে প্রাণের উৎসব ছড়িয়ে সেই সব মানুষের অন্তহীন যাত্রা, যাদের সকলেরই সমস্ত জীবন জুড়ে বুকের গহিনে অনেক অনেক না-বলা কথাছিল।
Report incorrect information