Category:পশ্চিমবঙ্গের বই: উপন্যাস
বইটি বিদেশি সাপ্লাইয়ারের নিকট থেকে সংগ্রহ করতে ৩০-৪০ দিন সময় লাগবে।
‘কোথাও নয়’ বই এর ফ্ল্যাপের লেখা
একেক জায়গার জন্য একেক রঙের পোশাক নিতে হয়। এটাই নিয়ম। পাহাড়ে যে রঙ চলে, জঙ্গলে সেটা চলবে না। আবার সি-বিচের জন্য আলাদা রঙ । নদী হলে সেটা বদলে যাবে। কোথায় যাওয়া হচ্ছে, না জেনেই এবার জামাকাপড় নিতে হয়েছে। মনটা খুঁত খুঁত করছে । মাকে সকালে জিগ্যেস করেছিল রূপসা। মাধবী তখন অফিসে মিটিং-এ ব্যস্ত। ‘মা, একটা জরুরি কথা ছিল।' ‘আবার তোমার জরুরি কথা ! চট করে বলে দাও, আমি ব্যস্ত আছি।' ‘তুমি কি আমাদের ডেসটিনেশনের ব্যাপারে কিছু খবর পেয়েছ ? ‘তোমাকে তো আগেই বলেছি, আমি কিছু জানি না । আসলে সে রূপসা বলল, ‘আসলে সেটা বুঝে ড্রেসের কালার ঠিক করতাম।' ‘উফ রূপসা, বলছি না, আমি কাজের মধ্যে আছি ? এই প্রশ্নটা তুমি বরং তোমার রোহন আঙ্কেলকে ফোন করে জিগ্যেস কর।' ফোন ধরে রোহন হই হই করে উঠল, ‘রূপসা তুমি রেডি ? ব্যাগ গোছানো শেষ ? ক্যামেরা কি নিচ্ছ ? আমি নিচ্ছি না। হাতে কিন্তু মাত্র কটা ঘণ্টা ৷' রূপসা গম্ভীর গলায় বলল, ‘না, রেডি নয়। আপনি স্পট সম্পর্কে একটু কিছু না বললে ড্রেসের কালার ঠিক করতে পারছি না। জল না ড্রাই এটুকু তো বলবেন ?’ রোহন আওয়াজ করে হেসে উঠল। ‘বাপরে! এত ঝামেলা ? আচ্ছা, একটা কাজ করলে কেমন হয় রূপসা, তুমি নিজের মতো একটা ভেবে রঙ বেছে নাও, তারপর ওখানে গিয়ে দেখা যাবে তোমার ভাবনাটা মিলল কি না। এটাও একটা খেলার মতো হবে। রঙের খেলা।
Report incorrect information