9 verified Rokomari customers added this product in their favourite lists
TK. 500
বইটি বিদেশি সাপ্লাইয়ারের নিকট থেকে সংগ্রহ করতে ৩০-৪০ দিন সময় লাগবে।
Related Products
Product Specification & Summary
এই পর্যন্তই মাটির সীমানা ।
মাটি ফারলো তো শুরু হল জল। যতদূরে তাকান যায়—কালো নোনা অফ রন্ত জল, অশান্ত গর্জন আর পাহাড়-প্রমাণ ঢেউ। এর নাম সমূদ্র। মানচিত্রে বঙ্গোপসাগর নামে এর পরিচয়।
মাটির দখল থেকে সমুদ্র পৃথিবীকে ছিনিয়ে নিয়েছে।
এ জায়গাটা বাঙলা দেশের দক্ষিণ সীমান্ত। সামনে নোনা জল কিন্তু এর মাটি বড় সরস, বড় মিঠে ।
নোনা জলের পারের মিঠে মাটিতে মাথা তুলে আছে গরান, গর্জন, বাণী, তরা—হাজার জাতের গাছ। আছে বনতুলসী, জলভেঙয়া, মাথিয়া আর মিয়া লতার ঝোপ। বেটে বেটে কদাকার চেহারার গেমো বন।
সব মিলিয়ে জটিল এক অরণ্য। এই অরণ্যের বয়স যে কত, লেখাজোখা নেই ৷
গেমো বনের ভেতর শঙ্খিনী সাপেরা পেট টেনে টেনে চলে। বাঘের চোখে ফসফরাস জ্বলে। কুমীরের পাল পারের মাটিতে চোখ বুজে রোদ পোহায়।
শীতের মরসুমে ঝাঁকে ঝাঁকে সুরগুলো পাখিরা আসে। বছরের সব ঋতুতে এখানকার আকাশে বগারি পাখিরা ওড়ে। সী-গাল, গোয়েলেথ এবং নানা “জাতের সাগর পাখিরা এখানে আশ্রয় নেয় ৷
এ জায়গাটার নাম নেই। পৃথিবীর মধ্যে থেকেও এ জায়গাটা পৃথিবীর বাইরে। একালে থেকেও প্রাগৈতিহাসিক, বর্বর।
এ জায়গাটা এ কালের কিছুই পায় নি। না সভ্যতা, না রুচি, না কিছ, পাবেই বা কেমন করে ? কস্মিনকালে কি এখানে মানুষ এসেছে ।
উত্তর থেকে একটা গেরুয়া নদী দক্ষিণের এই সমুদ্রে এসে মিশেছে। নদীর পার ধরে ধরে একদল মানুষ একদিন এখানে এসে হানা দিল।
বিচিত্র একদল মানুষ তারা আধা যাযাবর, আধা গৃহী। গেমো বনের পাশে বিরাট এক শিশু গাছের ছায়ায় তারা আস্তানা গাড়ল । তাদের লটবহরের ভেতর থেকে দা বের,ল, কুড়োল বেরল। দা আর কুড়োলের মুখে মুখে অরণ্য মাথা নোয়াল, মিঠে মাটি মুখে তুলল।
সমস্ত রাত তাদের আস্তানায় আগুন জ্বলে আর ডিমডিম শব্দে ঢোলক বাজে।