Category:পশ্চিমবঙ্গের বই: রম্যরচনা
* স্টক আউট হওয়ার আগেই অর্ডার করুন
আজই শেষদিন! শেষ হচ্ছে বই ও পণ্যে ৭০% পর্যন্ত ছাড়! বছরের সেরা ডিল, রকমারি ক্লিয়ারেন্স সেল, ২০২৫
এই সেই হিথরো।
হিথরো এয়ারপোর্ট। লোকে বলে লন্ডন। মুষ্টিমেয় কিছু মানুষের কথা আলাদা। তাছাড়া সারা দুনিয়ার সবাই বলে লন্ডন ৷
কোন এয়ারপোর্টেই নিজের নামে পৃথিবীর মানুষের কাছে পরিচিত নয়। ওরলিকে বলে প্যারিস, জন এফ কেনেডির স্মৃতি অম্লান রাখার জন্য লগেজ ট্যাগে জে-এফ-কে লেখা থাকলেও মোটা মোটা অক্ষরে ছাপা থাকে নিউইয়র্ক। অথবা এন-ওয়াই-সি। সব দেশে সর্বত্র এয়ারপোর্টের নিজস্ব পরিচয় উপেক্ষিত। আমাদের দেশেও। পালামে রঙিন আলোয় বিরাট করে লেখা আছে দিল্লী এয়ারপোর্ট। দমদমে প্লেন ল্যান্ড করার আগে অনেক প্লেন কোম্পানীর এয়ার হোস্টেসই অ্যানাউন্স করে, উই উইল বী সর্টলি ল্যান্ডিং অ্যাট ক্যালকাটা এয়ারপোর্ট। লোক্যাল টাইম ইজ টেন পাস্ট সিক্স এ্যন্ড আউট সাইড টেম্পারেচার ইজ ফিফটিন পয়েন্ট টু ডিগ্রী সেন্টিগ্রেড।......
আশ্চর্য। শুধু আশ্চর্য নয়, দুঃখের। আপন নামে, মর্যাদায় পরিচিত হবার মধ্যে একটা আনন্দ, আত্মতৃপ্তি আছে। এই আনন্দ আত্মতৃপ্তিটুকু পাবার অধিকার সবার। সব কিছুর। এয়ারপোর্টের কপালে তা জোটে না। অনেকটা আমাদের দেশের বিবাহিতা মেয়েদের মত সুমিত্রা, সুচিত্রা নন্দিতা, প্রমীলা হয়ে যায় বড় বৌমা, মেজ বৌদি, গোরার বৌ। বড় জোর মিসেস ব্যানার্জি, মিসেস ঘোষ বা মিসেস সেন ।
এসব কথা ভাবতে গেলেই আমার পিয়ালীর কথা মনে পড়ে। আমার সঙ্গেই কমলা গার্লস স্কুলে পড়ত। কি দারুণ মিষ্টি নাম। ছেলেদের চাইতে মেয়েদের নাম অনেক সুন্দর । অনেক বেশি কাব্যিক হয় কিন্তু পিয়ালীর মত এত সুন্দর, মিষ্টি নাম আমি শুনি নি। ওকে দেখতেও ভারি সুন্দর ছিল। রোজ টিফিনের সময়, ছুটির পরে আমি ওর গাল টিপে আদর করে ডাকতাম, এই পিয়া, পিয়ালী, শোন।
আমার ডাক শুনে মনে মনে খুশি হলেও লজ্জায় পিয়ালীর সুন্দর মুখখানা আরো সুন্দর হয়ে উঠত। ও মুখ টিপে টিপে হাসতে হাসতে আমার কাছে এগিয়ে এসে জিজ্ঞাসা করত, কি বলছিস ?
Report incorrect information