Category:পশ্চিমবঙ্গের বই: উপন্যাস
আজই শেষদিন! শেষ হচ্ছে বই ও পণ্যে ৭০% পর্যন্ত ছাড়! বছরের সেরা ডিল, রকমারি ক্লিয়ারেন্স সেল, ২০২৫
এক
মানব ইতিহাসের আদিমতম কাল থেকেই মানুষ গৃহত্যাগী হয়েছে। শুধু ঘরবাড়ি সমাজ-সংসারই নয়, নিজের পূর্বপুরুষদের প্রিয় জন্মভূমিকেও ত্যাগ করে সে দেশত্যাগী হয়েছে । কখনও ইচ্ছায়, কখন অনিচ্ছায় ; কখনও ভাগ্যের সন্ধানে কখন ভাগ্যের বিড়ম্বনায়। আবার কখনও কখনও রাজা-বাদশা বা সর্বশক্তিমান সেনাপতিদের হকুম তামিল করার জন্য । নানা যুগে নানা কারণে ।
নীল নদীর পাড়ে আজ যারা বাস করছেন, যীশুর জন্মের দ হাজার বছর আগে তাদের পূর্বপুরুষরাই কী ওখানে বাস করতেন? মেসোপটেমিয়ার সব আদি বাসিন্দাদের বংশধররাই কী আজকের ইরাকবাসী ?
না।
আলেকজাণ্ডার-সীজার-নেপোলিয়ানের যে সৈন্যবাহিনী দেশ- দেশান্তরে ছড়িয়ে পড়ে, তারা কী সবাই নিজের সংসারে ফিরে যান ?
না, না।
শক-হ,ন-মোঘল-পাঠান থেকে শুরু করে যেসব ইংরেজ সাম্রাজ্যের লোভে বা ভাগ্যের সন্ধানে ভারতে আসেন, তারা কী সবাই স্বদেশে ফিরে গিয়েছেন ?
না, কখনই না ।
ইতিহাসের পাতায় পাতায় এই গৃহহীন মানুষের কাহিনী ছড়িয়ে আছে । নানা দেশের নানা জাতির গৃহত্যাগীরাই তো আজকের আমেরিকাবাসী। অন্য দেশের গৃহত্যাগীরাই তো গড়ে তুলেছে আধনিক অস্ট্রেলিয়া ৷ এইত সেদিন ভারতবর্ষ দ্বিখণ্ডিত হবার পর লক্ষ লক্ষ মানুষ চোখের জলের বন্যা বইয়ে দিয়েছেন গৃহত্যাগ করার জন্য।
Report incorrect information