Category:পশ্চিমবঙ্গের বই: উপন্যাস
বইটি বিদেশি সাপ্লাইয়ারের নিকট থেকে সংগ্রহ করতে ৩০-৪০ দিন সময় লাগবে।
একদিন শীতের সকালে দরজা খুলে দেখি অনিমেষ হাজির। গরম চাদর গায়। অনিমেষ হঠাৎ বাড়ি পর্যন্ত ধাওয়া করলেন কেন, বুঝি না।
যদি একে ঠিক ধাওয়া বলা যায় কি না ভেবে দেখা দরকার। কারণ অনিমেষের সঙ্গে প্রায় প্রতিদিনই আমার দেখা হয়। একই অফিসে কাজ ।
একটু ঘুরে সিঁড়ি ধরে উঠে গেলেই তাঁর দপ্তর। আমার কাজের জায়গাটা অফিসের শেষ দিকে। দরকারে তিনি আমার টেবিলে এসে আড্ডা দেন। দরকারে আমিও যাই।
Report incorrect information