"মায়াকোভস্কির শ্রেষ্ঠ কবিতা" বইটির 'দ্বিতীয় সংস্করণের নিবেদন' অংশ থেকে নেয়াঃ
ঠিক দশ বছর অতিক্রান্ত হওয়ার পর মায়াকোভস্কির শ্রেষ্ঠ কবিতা গ্রন্থটি পুনর্মুদ্রিত হচ্ছে। সহৃদয় প্রকাশকের এই সিদ্ধান্ত থেকে অবশ্যই অনুমান করে নেওয়া যেতে পারে যে এই কবিতা বাঙালি পাঠক এখনও পড়তে চাইছেন। কারণ এই গ্রন্থের প্রকাশক স্বয়ং পাঠকের মনের খোঁজ খবর যে অনেকটাই রাখেন সে প্রমাণ আমরা ইতিপূর্বে বারবার পেয়েছি। হয়তাে এমন হতে পারে যে পূর্ব ইয়ােররাপের সাম্প্রতিক পালাবদলের টানে মায়াকোভস্কি সম্পর্কে মানুষের কৌতুহল কিছুটা বৃদ্ধি পেয়েছে, আবার হয়তাে মায়াকোভস্কির কবিতা পর্যালােচনায় নতুন মাত্রা সংযােজিত হয়েছে—আমরা সে সব বিচারের বিতর্কে প্রবেশ করতে চাইছি না। সে সব করবেন বিদগ্ধ তাত্ত্বিকরা। আমাদের শুধু বিশুদ্ধ মায়াকোভস্কিকে সাধারণ কাব্য রসিকদের সামনে তুলে ধরার প্রয়াস।
দ্বিতীয় সংস্করণে ইচ্ছে থাকলেও সাধ্য হল না নতুন কিছু কবিতার সংযােজন করতে। সময়টি এমনই যে সে প্রয়াস নিতে গেলে বইটির প্রকাশ অনেক পিছিয়ে যেত। তবে আমরা যেহেতু এই ব্যাপারে কিছুটা প্রস্তুতি নিচ্ছিলামই, তাই যদি তৃতীয় কোনাে সংস্করণ হয় তাহলে অবশ্যই আরও কিছু কবিতা সংযােজিত করার চেষ্টা করব।